Tuesday, December 2, 2014
about us
এক ব্যাক্তি ইন্টারভিউ দিতেছে।
প্রশ্ন কর্তাঃ একটি প্লেনে ৫০ টি ইট রয়েছে…
১ টি ইট পরে গেলে বাকি থাকে কয়টা?
আদরঃ এতো একদম সোজা…৪৯ টা।
প্রশ্ন কর্তাঃ একটা ফ্রিজে একটা হাতি রাখার ৩ টি ধাপ কি?
আদরঃ সুন্দর প্রশ্ন... ফ্রিজটা খুলন...হাতিটা রাখুন...ফ্রিজের দরজা লাগিয়ে দিন।
প্রশ্ন কর্তাঃ হুম! একটা ফ্রিজে একটা হরিণ রাখার ৪ টি ধাপ কি?
আদরঃ ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা রাখুন, দরজা লাগিয়ে দিন...।
প্রশ্ন কর্তাঃ বনে সিংহের জন্মদিন, সবাই এসেছে একজন আসে নাই কে এবং কেন?
আদরঃ হরিণ, কারন সে ফ্রিজে...।
প্রশ্ন কর্তাঃ এক বৃদ্ধ কুমির ভর্তি একটা খাল পার হল কোন বিপদ ছাডা কেমনে?
আদরঃ খুব ইজি..., কারণ কুমীর সব সিংহের জন্মদিনে গিয়েছে...।
প্রশ্ন কর্তাঃ তার পরেও লোকটি মারা গেছে কেম্নে?
আদরঃ হুম...হুম... মনে হয় লোকটি হার্টএটাক করছে...।
প্রশ্ন কর্তাঃ হয়নাই...! প্লেন থেকে যে ইটটা পরছিল তা তার মাথার উপর পডেছিল...!
আপনি এবার আসতে পারেন…………
এমরান হোসেন আদর
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment