Tuesday, December 2, 2014

ফেনীতে ২ টি স্কুলে ডাকাতি

ফেনীতে ২ টি স্কুলে ডাকাতি ফেনী ল্যাবরেটরি হাই স্কুলে ভয়ানক ডাকাতি। জানা যায়, গতকালে সকল স্যার এবং ম্যাডাম অফিস চলাকালীন সময়ে স্কুলের, ছাত্র ছাত্রীদের বকেয়া বেতন এবং পরিক্ষার ফী স্কুলের প্রধান শিক্ষকের হাতে জমা দেয়। এই সময় প্রধান শিক্ষক টাকা গুলা তার আলমারিতে রাখে। বরাবরের মত কালকেও প্রধান শিক্ষক আলমারির তালা লাগিয়ে দিয়েছিল। স্কুল কার্যক্রম শেষ হওয়ার পর স্কুলের দপ্তরী সেলিম এবং রেহানা স্কুলের সকল জানালা এবং দরজা লাগিয়ে দেয়। পরেরদিন স্কুল কার্যক্রম শুরু হওয়ার আগে বরাবরের মত রেহানা স্কুলের প্রধান গেট খুলার জন্য এসে অভাগ হয়ে যায়। পরবর্তীতে রেহানা স্কুলের প্রধান শিক্ষিক শাহিদুর রাহমানের কাছে কল করে। এ সময় প্রধান শিক্ষক এবং অনন্য শিক্ষকরা ঘটনা স্থলে উপস্তিথ হন। পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষক নিচ্ছিত করেন স্কুলের ছাত্র ছাত্রীদের বেতন এবং পরীক্ষার ফী নিয়ে যাওয়া হয়। এছাড়াও স্কুলের কিছু ডুকুমেন্ট পাওয়া যাচ্ছেনা। প্রধান শিক্ষক বলছেন ৫০,০০০ হাজার টাকার মত ডাকাতি হয়েছে। ঘটনা স্থল পরিদর্শন করতে এসেছিলেন টি,এন,ও, স্থানীয় পৌর কাউন্সিলর এবং পুলিশের একটি বিশেষ টিম। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেনা। এই ঘটনায় ফেনী মডেল থানায় একটি ডায়েরি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন তজন্তকমিটি ঘটন করা হয়নাই। একই ঘটনা ঘটেছে ফেনী কাজিরবাগ হাজী দোস্ত মোহাম্মদ উচ্ছ বিদ্যালয়ে। একই ঘটনা পরিদর্শন করতে এসেছিলেন টি,এন,ও, স্থানীয় পৌর কাউন্সিলর এবং পুলিশের একটি বিশেষ টিম। স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার জানিয়েছেন স্কুলের সকল টাকা ডাকাতি করা হয়েছে। এই ঘটনায় এখনও কোন তজন্তকমিটি ঘটন করা হয়নাই। এই ঘটনার কারণে ২ টি স্কুলে ২ ঘণ্টার মত পরিক্ষা স্থগিত ছিল। AMRAN HOSSAIN ADOR

No comments:

Post a Comment